ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

ডিআইজি মিজানকে দুদকে তলব   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৬, ২৫ এপ্রিল ২০১৮

পুলিশ কর্মকর্তা (ডিআইজি) মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে ৩ মে দুদক কার্যালয়ে তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে।    

দুদকের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।   

তিনি গণমাধ্যমকে জানান, গণমাধ্যমে সংবাদ এসেছে যে, তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। এছাড়া তার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগ পাওয়ায় দুদক কার্যালয়ে তাকে তলব করা হয়েছে।

এর আগে অস্ত্রের মুখে তুলে নিয়ে এক নারীকে বিয়ে করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। পরে এ অভিযোগে গত ৯ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনারের (ডিআইজি) পদ থেকে মিজানুর রহমানকে প্রত্যাহার করা হয়। বর্তমানে তিনি পুলিশ সদর দফতরে সংযুক্ত রয়েছেন।

এমএইচ/এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি